1. admin@bartamannews.com : admin :
মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ০৬:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জ জেলা কার শোরুম মালিক সমিতির পরিচিতি সভা অনুষ্ঠিত পদ্না ডিপোতে অবৈধ ভাবে তেল নামাতে মরিয়া হয়ে উটেছে ইরফান ও ফয়সাল দফায় দফায় শোডাউন বক্তাবলী ফেরিঘাটে জোরপূর্বক টোল আদায়ে রশিদ মেম্বার বাহিনী!ইজারাদারকে বুঝিয়ে দিতে সড়ক ও জনপথের নির্দেশ সিদ্ধিরগঞ্জ এর জাকির খানের নাম ব্যবহার করে বেপরোয়া হয়ে উঠেছে ইরফান ও ফয়সাল আড়াইহাজারের আওয়ামীলীগ ও পুলিশ ধারা নির্যাতিত ছাত্রনেতা ইসমাইল হোসেন অপু বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন রোধে নারায়ণগঞ্জে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক অনুষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশ ফতুল্লা থানা শাখার উদ্যোগে গণ সমাবেশ অনুষ্ঠিত সমাজ সেবা কাজে নিয়োজিত বিএনপি নেতা উজ্জ্বল ইসদাইরে বিএনপির মাদক বিরোর্ধী মিছিলে যুবলীগে ক্যাডার আক্তার,সুমন বাহিনীর হামলা আহত অর্ধশতাধিক ইসদাইরের নানা অপর্কমের অন্যতম হোতা গাজী মুসা পিট বাচাতে বিএনপি যোগদান

প্যানেল মেয়র বাবু ও তার ছেলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • প্রকাশের সময় : শনিবার, ১৮ মে, ২০২৪
  • ৮৫ বার পঠিত

বর্তমান নিউজ ডটকমঃ

নিজের বিরুদ্ধে ওঠা ধর্ষণের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেছেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়ার-১ ও ১৭নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবু । একই ঘটনায় তার ছেলে রায়হান করিম রিয়েনকেও অভিযুক্ত করা হয়।

শনিবার (১৮ই মে) বিকেল ৪টায় নারায়ণগঞ্জ নগরীর প্রেসক্লাবের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। এসময় তার সাথে তার ছেলে ও স্ত্রী উপস্থিত ছিলেন।

এসময় তার ও তার সন্তানের বিরুদ্ধে ওঠা ধর্ষণের ঘটনা ভিত্তিহীন দাবি করে বাবু বলেন, (গত ২রা মে) আমার কাছে ঢাকার এক সাংবাদিক ফোন করে বলে যে আমি ও আমার ছেলে নাকি ধর্ষণের ঘটনায় অভিযুক্ত। পরবর্তীতে দুইটি জাতীয় ও নারায়ণগঞ্জের স্থানীয় সময়ের নারায়ণগঞ্জে সংবাদটি প্রচার করা হয়। ঘটনাটি সত্য হলে আমার বিরুদ্ধে ব্যবস্থা নেন, কোন সমস্যা নেই। কিন্তু ওই সংবাদে যাকে অভিযোগকারী বলা হয়েছে, তার সাথে যখন আমি, আমার স্ত্রী কথা বলেছি তখন সে বলে, সে এরকম কোন অভিযোগ করেননি। এমনকি সে তো আমার ছেলে রিয়েনকে ঠিক মতো চিনেও না।
এক্ষেত্রে আমার প্রশ্ন, যেহেতু এরকম কোন ঘটনাই ঘটেনি এবং কেউ কোন অভিযোগও করেনি; তাহলে এই সংবাদ কোন ভিত্তিতে প্রচার করা হলো।

তিনি আরও বলেন, আমি এ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি। যেহেতু আমি জনগনের ভোটে নির্বাচিত একজন জনপ্রতিনিধি, তাই এইসকল বিষয়ে এবং এই হলুদ সাংবাদিকতায় আমি অত্বন্ত মর্মাহত। আমি আপনাদের কাছে এইর সুষ্ঠু বিচার চাই। আমি ডিবি প্রধান হারুন সাহেবের সাথেও এই বিষয়ে কথা বলবো। পাশাপাশি আইনগত যেই ব্যবস্থা নিতে হয় আমি নিবো।

তিনি আরও বলেন গণমাধ্যম হচ্ছে সমাজের আয়না, আমরা জনপ্রধিনিরা যে হেতু রাজনিতির সাথে জরিত ভুলত্রুটি হতে পারে, তার মানে এই না ছেলে ও বাবার সম্মান হানি করে সামাজিক ভাবে অস্সাম করা মটেও ঠিক হয়নি। কারন আপনাদেরও সন্তান আছে, আপনাদের কাছে এ বিচার দিয়ে গেলাম। আপনারা বিষয়টি নিয়ে গভীর ভাবে পর্যবেক্ষন করে দায়ী ব্যাক্তিদের বিরুদ্ধে তথ্য উটঘাটন করে সত্য কে সমাজের কাছে তুলে ধরলে কৃতঞ্জ থাকবো।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park