1. admin@bartamannews.com : admin :
মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ০৬:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জ জেলা কার শোরুম মালিক সমিতির পরিচিতি সভা অনুষ্ঠিত পদ্না ডিপোতে অবৈধ ভাবে তেল নামাতে মরিয়া হয়ে উটেছে ইরফান ও ফয়সাল দফায় দফায় শোডাউন বক্তাবলী ফেরিঘাটে জোরপূর্বক টোল আদায়ে রশিদ মেম্বার বাহিনী!ইজারাদারকে বুঝিয়ে দিতে সড়ক ও জনপথের নির্দেশ সিদ্ধিরগঞ্জ এর জাকির খানের নাম ব্যবহার করে বেপরোয়া হয়ে উঠেছে ইরফান ও ফয়সাল আড়াইহাজারের আওয়ামীলীগ ও পুলিশ ধারা নির্যাতিত ছাত্রনেতা ইসমাইল হোসেন অপু বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন রোধে নারায়ণগঞ্জে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক অনুষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশ ফতুল্লা থানা শাখার উদ্যোগে গণ সমাবেশ অনুষ্ঠিত সমাজ সেবা কাজে নিয়োজিত বিএনপি নেতা উজ্জ্বল ইসদাইরে বিএনপির মাদক বিরোর্ধী মিছিলে যুবলীগে ক্যাডার আক্তার,সুমন বাহিনীর হামলা আহত অর্ধশতাধিক ইসদাইরের নানা অপর্কমের অন্যতম হোতা গাজী মুসা পিট বাচাতে বিএনপি যোগদান

নাঃগঞ্জে শিক্ষার্ধীদের মোমশিখা প্রজ্জ্বলন কর্মসূচি পুলিশের ধাওয়া

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪
  • ৩২ বার পঠিত

বর্তমান নিউজ ডটকমঃ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নারায়ণগঞ্জ সহ সারদেশে নিহতদের স্মরণে সাধারন শিক্ষার্ধীদের মোমশিখা প্রজ্জ্বলন কর্মসূচি পুলিশের বাধায় পন্ড হয়ে যায়। এসময় পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ হয়ে পরে শিক্ষার্থীরা। পরে বালুর মাঠ এলাকায় দফায় দফায় চলে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া।

বৃহস্পতিবার (১আগস্ট) সন্ধ্যা ৭টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে এই ঘটনা ঘটে। বেশ কয়েকবার ধাওয়ার এক পর্যায়ে বালুরমাঠ এলাকায় বৈষ্যম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাধারন শিক্ষার্থীরা প্যারাডাইস ক্যাবলস এর সামনে ছোট করে মোমশিখ্য প্রজ্জলন কর্মসূচি পালন করে।

এদিকে বিকাল থেকেই বৃষ্টির মধ্যে চাষাড়া শহীদ মিনারে সাধারন শিক্ষার্থীরা জরো হতে শুরু করেন কিন্তু সেখানে পুলিশ এস তাদের কর্মসুচিতে বাধাঁ প্রধান করেন। তাতে আন্দোলন কারীতে ভূয়া ভ’য়া শোগান দেওয়া শুরু করেন তাতে পুলিশে তাদের ধাওয়ায় ছত্রভঙ্গ করে দেয়। পরে পুলিশের ধাওয়ার পর বালুরমাঠ এলাকায় গিয়ে স্লোগান দিতে শুরু করে কয়েকজন ছাত্রী।

তবে, তাদের কোন রকমের ধাওয়া দেয়নি পুলিশ। পরে, বালুর মাঠ এলাকাতেই স্বল্প পরিসরে মোমশিখা প্রজ্জ্বলন কর্মসূচি শুর করে তারা। এতে যোগ দেয় কিছু ছাত্র। এসময় আবারো তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ এসময় বেশ কয়েক জনকে আটক করার চেষ্টা কালে শিক্ষার্থীদের কারনে তাদের ছেড়ে দেওয়া হয়।

এ বিষয়ে আন্দোলনকারী মিক্ষার্থীরা বলেন, আমাদের ভাইরা মারা গিয়েছে আমরা তাদের সরন করছি। আপনারা বাধা দেওয়া কে বা আপনারা কেনো আমাদের বাধা প্রধান করছেন।আমরা তো শান্তি প্রিয় ভাবে আমাদের কর্মসূচি পালন করতে এখানে এসেছি আগে দেখেন কোন ধরনের জামেলা হয় নাকি তার পরে বাধা দেন। কর্মসূচিটি খুবই শান্তিপূর্ণ ছিলো। তবে পুলিশের একটি বিশাল দল তাদের লাঠি দিয়ে এখান থেকে বিতারিত করে দিয়েছে। আমরা তাদের কাছে বার বার আনুরোধ করেছি, যে শিক্ষার্থীরা কোন রকমের বিশৃঙ্খলা করবে না। কিন্তু তারা আমাদের কোন কথাই শুনেননি। পুলিশ এই কর্মসূচিকে পন্ড করেছে, আমাদের উপর লাঠি চার্জ করেছে। আমি এ বিচার চাই ও আমাদের কমসূচিতে যাতে পুলিশে বাধা প্রধান না করে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park