বর্তমান নিউজ ডটকমঃ
# গতকালকে বন্ধন পরিবহন দখল নিতে দেশিও অস্ত্র নিয়ে হামলা চালায় ইরফান বাহিনী।
বৈষম্যবিরোর্ধী ছাত্র আন্দোলনের তোপের মূখে পরে আওয়ামীলীগ সরকার পদত্যাগ করে ভারত পালিয়ে যাওয়ার পর থেকে বেপরোয়া হয়ে উঠেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা যারা ইতি মধ্যে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন স্থানে দখলদারিত্বের রাজনীতিতে মেতে উঠেছে তারা। যা নিয়ে প্রতিটি পাড়াÑমহল্লায় চলছে মারমারি সহ হত্যা কান্ডের মত ঘটনা। তেমনি নারায়ণগঞ্জ সিটি করর্পোরেশ ৬নং ওয়ার্ড এর ইরফান ভুঁইয়া পিতা, দেলোয়ার হোসেন ভুঁইয়া ও ১০ নং ওয়ার্ড বাগপাড়া নয়াবাড়ি বর্মাস্টান এর মো. ফয়সাল হোসেন পিতা, শরীফ হোসেন।
সিদ্ধিরগঞ্জের ৬ নং ওয়ার্ড ও ১০ নং ওয়ার্ড এর বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে গিয়ে কারা বন্দী জেলা ছাত্র দলে সাবেক সভাপতি জাকির খানের নাম ব্যবহার করে চাদাঁবাজি ও দখলদারিত্বে মেতে উঠেছে তারা দুই জন। যা নিয়ে এলাকা গুলোতে চলছে দুই পক্ষের মাঝে ক্ষোভ বিরাজ করছে। সিদ্ধিরগঞ্জ পদœা ও মেঘনা তেলের ডিপোতে গিয়ে চাদাঁদাবি করছে তারা। যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে অনেকে। দল ক্ষমতায় না আসতেই তারা সাধারন মানুষের উপরে জুলুর নিযাতন করতে শুরু করেছে।
সম্প্রতি, নারায়ণগঞ্জ কেন্দ্রীয় বাস টামিনালে বন্ধন পরিবহন দখল নিয়ে বিএনপি দুই গ্রুপের দফায় দফায় সংর্ঘষের ঘটনায় প্রকাশে দেশিও অস্ত্র ও তার বাহিনী নিয়ে হামলা চালায় ইরফান ভুঁইয়া। যা নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা ও সমালোচনা। তাদের রয়েছে বিশাল এর বাহিনী যারা জাকির খানের নাম ব্যবহার করে সিদ্ধিরগঞ্জ এর বিভিন্ন এলাকায় নানা অপরার্ধ মুলক কর্মকান্ড পরিচালনা করে আসছে।
তবে জাকির খানের পরিবার ও বিএনপির কেন্দ্র থেকে বারে বারে বলা হচ্ছে সকল নেতা কর্মীদের শান্ত থাকার জন্য সাধারন মানুষের উপরে জুলুম নিজাতন না করার জন্য। কারো ব্যবসা প্রতিষ্ঠানে হামলা বা ভাংচুর করা থেকে বিতর থাকতে কিন্তু তাদের কথা পাত্তা না দিয়ে বিশাল বাহিনী নিয়ে নানা অপরার্ধ করা বেরাচ্ছে তারা। তাই এলাকাবাসী সেনাবাহিনী ও প্রশাসনের হস্তক্ষেপ কামলা করে।